বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। জয়ের লক্ষ্যেই নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা)। আবুধাবিতে আজ আবহাওয়া সারাদিন গরম থাকবে, দিনের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাবে এবং খেলা শুরু হওয়ার পরও তাপমাত্রা খুব একটা কমবে না। বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই। আকুওয়েদার অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছেনা। বরং আর্দ্রতা ৬০ শতাংশ হওয়ায় অত্যাধিক গরম অনুভূত হবে সেখানে। এশিয়া কাপের গ্রুপ ‘বি’তে বাংলাদেশ। এই গ্রুপকে ডেথ গ্রুপ বলা চলে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।...