প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। নেপাল থেকে বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। অবশেষে তিন দিন ‘হোটেলবন্দী’ থাকার পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে ফুটবল দলকে। জানা গেছে, বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন। বিকেল ৪টা ৪৩ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে বাংলাদেশ ফুটবল দলের অবতরণের ভিডিও পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিমান এর বিশেষ ফ্লাইটের মাধ্যমে নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে’। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দলের সভাপতি তাবিথ আওয়ালসহ...