আবিদুর চৌধুরী নিজের ওয়েবসাইট ও লিংকডইনে লিখেছেন, ‘আমার জন্ম লন্ডনে হলেও বর্তমানে সান ফ্রান্সিসকোতে অ্যাপলের একজন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করছি।’ আবিদুর নিজে সমস্যা সমাধান করতে ভালোবাসেন ও নতুন কিছু শেখা উপভোগ করেন। তিনি এমন পণ্য তৈরি করতে অনুপ্রাণিত, যা ছাড়া মানুষ থাকতে পারে না। আবিদুর চৌধুরীর লিংকডইন অ্যাকাউন্টের তথ্যমতে, তিনি যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। থ্রিডি হাবস স্টুডেন্ট গ্র্যান্ট, জেমস ডাইসন ফাউন্ডেশন বার্সারি, নিউ ডিজাইনারস কেনউড অ্যাপ্লায়েন্সেস পুরস্কার পাওয়ার পাশাপাশি সেমুর পাওয়েল ডিজাইন উইক প্রতিযোগিতায় প্রথমও হয়েছেন। ২০১৬ সালে তিনি প্লাগ অ্যান্ড প্লে প্রকল্পের জন্য মর্যাদাপূর্ণ রেড ডট ডিজাইন পুরস্কার লাভ করেছিলেন। আবিদুর চৌধুরী তাঁর কর্মজীবনের শুরুতে যুক্তরাজ্যের কেমব্রিজ কনসালট্যান্ট ও কারভেন্টায় ইন্টার্নশিপের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। পরে লন্ডনের একটি ডিজাইন স্টুডিও লেয়ারে...