১২ সেপ্টেম্বর আদিবাসী মাহালী সম্প্রদায়ের জিতিয়া উৎসব। এটা মাহালিদের অন্যতম একটি উৎসব। এই উৎসব মূলত একটি প্রাচীন সনাতনী ধর্মীয় উৎসব। এই উৎসবে মায়েরা তাদের ছেলেদের মঙ্গল কামনায় উপবাস পালন করেন। নেপাল, ভারতের উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খ- এবং বাংলাদেশের রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলের মাহালিদের মধ্যে এটি পালিত হয়। এই উৎসবের দিন গণনায় সাধারণত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম চান্দ্রদিন পর্যন্ত তিন দিন ধরা হয়। আর ঝাড়খ-ে প্রথম চাঁদের দিন থেকে অষ্টম চাঁদের দিন পর্যন্ত আট দিন ধরে পালিত হয়। এর উদ্দেশ্য হলোÑমায়েরা তাদের ছেলেদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় উপবাস করেন। বাংলাদেশ, ভারত, নেপাল ছাড়াও এই উৎসব ভুটানের কিছু অংশে পালিত হয়। বাংলাদেশের রাজশাহীসহ অন্যান্য স্থানে মাহালী সম্প্রদায়ও ঘটা করে এই উৎসব পালন করে। এটা পালনের মূল উদ্দেশ্য...