বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসুচির অংশ হিসেবে ফকিরহাট মোল্লাহাট ও রামপাল উপজেলায় বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত টানা ৪৮ ঘন্টা হরতাল পালিত হয়েছে। সড়ক মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান রেখে বাঁশ ও কাঠের গুড়ি ফেলে ব্যারিকেট দিয়ে যানচলাচল বন্ধের পাশাপাশি স্থানীয় শিল্প প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে। মংলা সমুদ্্র বন্দরে যাতায়াতের প্রধান সড়ক কাটাখালীসহ শুকদাড়া, চুলকাঠি, রামপাল ও মংলা বিভিন্ন স্থানে মহাসড়কে ট্রাক রেখে গাছের গুড়ি ফেলে ব্যরিকেট দিয়ে রাখায় আমদানি রপ্তানিতে ব্যপক প্রভাব পড়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। ফকিরহাটে অবস্থিত হিমায়িত চিংড়ি রপ্তানিকারী প্রতিষ্ঠানসহ ছোটবড় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্দ থাকায় শ্রমিক কর্মচারিরা পড়েছেন চরম বিপাকে। অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ এ জনপদটি ভুতুড়ে নগরিতে পরিনত হয়েছে। তার পরেও ঘুম ভাঙ্গেনি ইসির বলে মন্তব্য করেছেন ভুক্তভোগীরা। এদিকে বাগেরহাট চারটি সংসদীয়...