বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার বিচার, হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার ও ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন থেকে তারা সরে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নমনীয় হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা। আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধি দলের সদস্য এ এইচ এম হিমেল বলেন, “আমাদের দাবি ছিল ছয় দফা। মঙ্গলবার এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। “আমরা শিক্ষকদের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মেনে নেওয়ার পাশাপাশি ছয় দফার মধ্যে দুটি মানতে জোর দাবি জানিয়েছি। পরদিন প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানোর কথা ছিল কিন্তু তারা কিছুই জানায়নি। তাই আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি।” বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোনিয়া সোহেলী বলেন,...