ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮.০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১.১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।আরো পড়ুন:শেয়ার কারসাজি: ছাড় পাচ্ছেন না আইসিবির কর্মকর্তারা, কঠোর বিএসইসিসানলাইফ ইন্স্যুরেন্সে নতুন সচিব নিয়োগ শেয়ার কারসাজি: ছাড় পাচ্ছেন না আইসিবির কর্মকর্তারা, কঠোর বিএসইসি ডিএসইতে মোট...