গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দ্বীপটির কর্মকর্তারা। প্রাদেশিক সরকার এক সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বন্যায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিপাতে দ্বীপজুড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। বৃষ্টিতে নদীগুলো উপচে পড়ছে। মঙ্গলবার থেকে শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে কারণ তাদের বাড়িঘর পানির নিচে ডুবে গেছে। ভূমিধসে প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে এবং অন্তত দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বালির বাসিন্দা তাশা বিবিসি নিউজ ইন্দোনেশিয়াকে বলেন, “বন্যা এতটাই ভয়াবহ ছিল মানুষ হতবাক হয়ে গেছে। আমি ভেবেছিলাম বালিতে যথেষ্ট ড্রেনেজ ব্যবস্থা আছে।” ক্যাবিনেট সচিব বলেন, প্রেসিডেন্ট সংশ্লিষ্ট সব...