২০২৫ বছরটা জয়া আহসান তার ক্যারিয়ারে দারুণ এক সময় কাটাচ্ছেন। চলতি বছরে ইতোমধ্যেই ইন্ডিয়া-বাংলাদেশ মিলিয়ে তার ডিয়ার মা, পুতুল নাচের ইতিকথা, তাণ্ডব, উৎসব সিনেমাগুলো মুক্তি পেয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর আসছে জনপ্রিয় এই অভিনেত্রীর আরও এক সিনেমা, ‘ফেরেশতে’। ১২ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। হল সংক্রান্ত জটিলতাই ছবিটির মুক্তির তারিখ পেছানো হয়েছে বলে জানা গেছে। তাছাড়া সামনে শুরু হবে পূজার আমেজ। সেই উৎসবে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন। সংশ্লিষ্টরা জানান, দেশের সবগুলো সিনেপ্লেক্সে সিনেমাটি একযোগে মুক্তি পাবে। গত তিন বছর ধরে ‘ফেরেশতে’ নিয়ে দর্শক ও সংবাদকর্মীদের নিয়মিত প্রশ্ন শুনতে হতো জয়াকে, “কবে মুক্তি পাবে ছবিটি?” মুক্তির তারিখ ঘোষণার পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। গত ৭ সেপ্টেম্বর তিনি...