জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর কোম্পানি কাদের, তার প্রমাণ দিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে এই প্রমাণ দেখান তিনি।তিনি প্রমাণ দেখিয়ে বলেন, এসব ব্যালট ও ওএমআর মেশিন কেনা হয়েছে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিএনপি সমর্থিত মালিকের একটি প্রতিষ্ঠান থেকে।মাজহারুল ইসলাম আরও বলেন, ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের যে ব্যালট, তা কেনা হয়েছে জামায়াত সমর্থিত মালিকের প্রতিষ্ঠান থেকে। তবে এইচআর সফট বিডি যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে, সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হলে রকমানুর জামান রনি; যার ফেসবুক পোস্টে খালেদা জিয়া ছবি রয়েছে।এর আগে জাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান অভিযোগ করে বলেছেন, জামায়াতে...