জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ১১,৭৪৩ জন ভোটার অংশগ্রহণ করছেন, যার মধ্যে ছাত্রী ভোটার ৫,৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬,০১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটগ্রহণ চলাকালে আচরণবিধি লঙ্ঘন, ভোট জালিয়াতির আশঙ্কা এবং ব্যালট পেপারে বিভ্রান্তিকর নির্দেশনার অভিযোগ উঠেছে, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রশক্তি (বাগছাস) সমর্থিত প্রার্থীরা ছাত্রশিবিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগে বলা হয়, শিবির সমর্থকরা ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন হলে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট, পোস্টার এবং হ্যান্ডবিল বিতরণ করেছেন, যা নির্বাচনী বিধি অনুযায়ী কঠোরভাবে নিষিদ্ধ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ছাত্রশিবির...