ফল নিয়ে চিন্তা নেই খুব একটা। সমর্থকদের বড় অংশ জয় ধরে নিয়েই আজ বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ টস দেখতে বসবেন টেলিভিশনের সামনে। তবে হংকংয়ের সাথে বাংলাদেশের ম্যাচ শুরুর সময় যতই ঘনিয়ে আসছে, টাইগার সমর্থকদের একটা কৌতুহল ততই বাড়ছে। তাহলো, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে? যতদূর খোঁজ নিয়ে জানা গেছে, নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচের একাদশটাকেই স্ট্যান্ডার্ড ধরে দল সাজানোর কথা ভাবছে বাংলাদেশ টিম মানেজমেন্ট। ওই সিরিজে ৬ প্রতিষ্ঠিত ব্যাটারের (তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক) সাথে তিন পেসার (তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম) এবং দুই স্পিনার ( শেখ মেহেদী ও রিশাদ হোসেন) দিয়ে দল সাজানো হয়েছিল। পারফরমারে বদল আসতে পারে।...