ষোলো পেরিয়ে সতেরোতে পা রাখলো অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ। আজ ওর জন্মদিন। বাবার মতো অভিনয়েও হাতেখড়ি হয়েছে শুদ্ধর। জন্মদিনে আশীর্বাদ জানিয়ে ছেলের উদ্দেশে চঞ্চল দিয়েছেন এক উষ্ণ বার্তা। ফেসবুকে ছেলে শুদ্ধ, স্ত্রী শান্তা চৌধুরীসহ একটি ছবি পোস্ট করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখানে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবু, শৈশব রোদ্দুর শুদ্ধ। তোমাকে বুকেপিঠে, আদরে-সোহাগে আগলে রাখা ১৬টা বছর। এটাই বাবা-মা হিসেবে আমাদের সবচেয়ে বড় সুখ। এরপর ১৭, ১৮, ১৯, ২০…! এখন আর এগুলো শুধু সংখ্যা নয়, দায়িত্ব আর নিজেকে গড়ে তোলার সিঁড়ি। যতটা সম্ভব উপরে উঠে যেও, কখনো নীচে নেমো না। দুনিয়া জুড়ে দিন দিন মানবিক মানুষের সংখ্যা কমছে। চেষ্টা করো ভালো মানুষ হতে। অনেক অনেক আদর বাবু।’ আগেও বাপ-ছেলের ছবি ছড়িয়ে পড়েছিল ফেসবুকে, কুড়িয়েছিল...