ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিশাল জয় নিয়ে সারাদেশে বেশ আলোচনা। শিবির এভাবে ঘুরে দাঁড়াবে এটা ছিল অনেকের চিন্তার বাইরে। কিন্তু গেল ১৭ বছরের নিপীড়ন, জুলাই আন্দোলনে ভূমিকা ও জুলাই পরবর্তী এক বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের পাশে কল্যাণকর কাজে যুক্ত থেকে শিবির সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভালোভাবেই জায়গা করে নেয়। যার ফল পেয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে। শিবিরের এ বিজয় রাজনৈতিক বিশ্লেষকরা কীভাবে দেখছেন-এমন প্রশ্নে গঠনমূলক কথা বলেছেন অনেকে। শুধু মুক্তিযুদ্ধের চেতনা নয়, জনগণের বাস্তব সমস্যা নিয়ে কাজ না করলে মানুষ বিকল্প খুঁজতে বাধ্য হবেন বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এবারের ডাকসু নির্বাচনের ফলাফল রাজনৈতিক দলগুলোকে সে ধরনের বার্তা দিয়েছে। তারা বলেন, পুরোনো ন্যারেটিভ এখন আর চলে না। নতুন প্রজন্ম সামনের পথ নিজেদের মতো করে তৈরি করতে...