জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখার পর পুনরায় চালু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভোট কারচুপির অভিযোগ ও অপ্রীতিকর ঘটনার জেরে এমন পরিস্থিতি তৈরি হয়। শহীদ তাজউদ্দিন আহমেদ হলে বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ৩০ মিনিট এবং পরবর্তীতে ১টার দিকে আরও ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। শিক্ষার্থীরা জানান, প্রথমে ইনডেক্স কার্ড ও আইডি কার্ড সম্পর্কিত জটিলতার কারণে ভোট বন্ধ রাখা হয়। পরে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান কেন্দ্রে প্রবেশ করতে চাইলে আবারও ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে হল প্রশাসন ও নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফর এলাহী বলেন, ‘ভোটে কারচুপি বা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর। কিছু সমস্যা ছিল, যা...