লাল পাহাড় আর মরুভূমির মতো দুর্গম জায়গায় হঠাৎ দেখা গেল অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গে আছেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম এবং আরও কয়েকজন বিদেশি। এই নামগুলো একসঙ্গে শুনলেই দর্শকদের মনে ভেসে ওঠে একটাই প্রশ্ন— তাহলে কি শুরু হয়ে গেল আলোচিত সিনেমা ‘দম’-এর কাজ? এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি নিজের ইন্সটাগ্রাম ও ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন— ‘দম’-এর দম পরীক্ষা। এই ক্যাপশন ঘিরেই নেটদুনিয়ায় তৈরি হয়েছে জল্পনা। দর্শকরা ধরে নিয়েছেন, সিনেমার লোকেশন রেকির কাজ চলছে জোরেশোরে। ছবিগুলো দেখলেই বোঝা যায়, জায়গাটি ভিন্ন আবহের। হয়তো এ কারণেই প্রযোজক-নির্মাতা-শিল্পী স্বচক্ষে দেখতে গেছেন লোকেশন। কতটা রোমহর্ষক হতে পারে সিনেমাটির দৃশ্য, কতটা চ্যালেঞ্জিং হতে পারে অভিনয়— সরেজমিনে তা যাচাই করছেন আফরান নিশো নিজেই।...