বিশ্বে তিন হাজারের বেশি বিলিয়নিয়ার বা শতকোটিপতি আছেন। তাঁদের ব্যক্তিগত জীবন সবার একরকম নয়। অনেকে একাধিক বিবাহবিচ্ছেদ ও সম্পর্ক ভাঙার পর একাকী জীবন কাটাচ্ছেন। আর দশজন মানুষের মতো তাঁদের জীবনেও চলে ভাঙা–গড়ার খেলা। দেখা যাক, ফোর্বসের শীর্ষ ১০ তালিকায় থাকা ধনীদের স্ত্রী কারা এবং এই ধনীদের ব্যক্তিজীবনই বা কেমন। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিবাহিত জীবন বর্ণময়। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এই প্রযুক্তি ধনকুবেরের সন্তান মোট ১৪টি; তাঁর সন্তানের মা মোট তিনজন নারী। ২০০০ সালে মাস্ক প্রথম বিয়ে করেছিলেন তাঁর বিশ্ববিদ্যালয়ের প্রেমিকা জাস্টিন মাস্ককে। তাঁদের ছয় সন্তানও রয়েছে; কিন্তু ২০০৮ সালে সম্পর্ক ভেঙে যায়। পরে মাস্ক আবার প্রেমে পড়েন ইংরেজ অভিনেত্রী টালুলাহ রাইলির। ২০১০ সালে তাঁদের বিয়ে হয়; কিন্তু দুই বছরের মধ্যেই ২০১২ সালে বিচ্ছেদ ঘটে। অবাক করা বিষয়,...