টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাহ্নবী কাপুর হাজির হয়েছেন এমন এক লুকে, যা কেবল লাল গালিচার চমক নয়, বরং ভারতীয় হস্তশিল্পের সূক্ষ্ম সৌন্দর্যকেও ফুটিয়ে তুলেছে। আবু জানি ও সন্দীপ খোসলার হাতের তৈরি শিফন জামাওয়ার শাড়িতে সাজতে গিয়ে তিনি সকল ফ্যাশনপ্রেমীর নজর কাড়েন। স্টাইলিংয়ে ছিলেন রিয়া কাপুর, যিনি ঐতিহ্যের গভীরতা এবং সমকালীন গ্ল্যামারের নিখুঁত সমন্বয়ে এই লুকটি রচনা করেছেন। ছবি: জাহ্নবীর ইনস্টাগ্রাম থেকে শাড়িটি হাতে সূচিকর্ম করা, যেখানে উষ্ণ শরৎ রঙের সূতায় জটিল ফুলেল মোটিফ নকশিকাঁথার মতো ফুটে উঠেছে। শুধু শাড়িই নয়, ব্যাকলেস ব্লাউজটিও ছিল সূক্ষ্ম এমব্রয়ডারিতে আচ্ছাদিত, যা লুকটিতে একযোগে সৌন্দর্য এবং শৈল্পিক ধারাবাহিকতা এনেছে। আবু জানি ও সন্দীপ খোসলার দীর্ঘদিনের উদ্দেশ্যই হলো মৌলিকতা ও শিকড় অক্ষুণ্ন রেখে ভারতীয় হস্তশিল্পকে বিশ্ব মঞ্চে নতুনভাবে তুলে ধরা। গয়নায় জাহ্নবী পরেছিলেন কাশ্মীরি দেজহুরের অনুপ্রেরণায়...