ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান (সাদা পাঞ্জাবী পরিহিত) জামায়াতে ইসলামীর একটি অখ্যাত প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে জাকসু নির্বাচন হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মওলানা ভাসানী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।আরো পড়ুন:জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেলঢিলেঢালা জাকসু নির্বাচন, ভোটার উপস্থিতি কম এসময় প্যানেলটির জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ও এজিএস প্রার্থী সাজ্জাদউল ইসলামও উপস্থিত ছিলেন। সাদী অভিযোগ করে বলেন, “ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে জয়ী করার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই জামায়াতে ইসলামীর এক অখ্যাত প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো হয় এবং ভোট গণনার ওএমআর মেশিন কেনা হয়। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হলে প্রশাসন মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন...