দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অভিনেত্রী জয়া আহসাননের নতুন সিনেমা ‘ফেরেশতে’। সিনেমাটি বাংলাদেশ–ইরান যৌথ প্রযোজনায় বানিয়েছে; আগামী ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘ফেরেশতে’। প্রয়োজক ও এই সিনেমার অভিনেতা সুমন ফারুক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তিন বছর আগে ঢাকার বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। পরিচালক সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প তুলে ধরেছেন এই চলচ্চিত্রটিকে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি সহপ্রযোজনা করেছেন জয়া আহসান। বর্তমানে কলকাতায় আছেন এই অভিনেত্রী। গত ৭ সেপ্টেম্বর সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন তিনি। কলকাতার কিছু কাজ সেরে এই সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে জয়ার। এরপর নামবে সিনেমার প্রচার কাজে। জয়া বলেন, “আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদেরই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় শুটিং...