বেশ কিছুদিন ধরে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল। একটি দেশের সামগ্রিক রাজনীতিতে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যে প্রধান সংবাদ শিরোনাম হতে পারে, এটি অবাক করার মতো ব্যাপার। ডাকসুর ভোটার সংখ্যা একটি ওয়ার্ডের চেয়েও অনেক কম। তারপরও এটি নজর কেড়েছে। নির্বাচন হলো মঙ্গলবার। শুনেছি, অনেকেই টেনশনে রাতে ঘুমাতে পারেননি। আমি সকালে ঘুম থেকে উঠে ফলাফল জানতে পেরেছি। যেহেতু এই নির্বাচন নিয়ে আমার মধ্যে কোনো ‘অবসেশন’ ছিল না, তাই আর দশটা খবরের মতো এটাও স্বাভাবিক মনে হয়েছে। সকালে আমি হাঁটাহাঁটি করি। তো সেখানে পরিচিতদের সঙ্গে আড্ডা আর চা খাওয়া হয়। আজ সেখানে আড্ডার মূল বিষয় ছিল ডাকসু নির্বাচন। কিছু মানুষ এটাকে সহজভাবেই নিয়েছেন। তাঁরা বলছেন, এ রকমই তো হওয়ার কথা। আবার অনেকেই এটিকে হজম করতে পারছেন না। বলছেন, এটি কী ঘটে...