ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ১৩১ জন আহত হয়েছেন। দেশটির রাজধানী সানা এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ আল জওফে বুধবার (১০ সেপ্টেম্বর) ওই হামলা চালানো হয়। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিল সামরিক শিবির, হুথিদের সামরিক 'প্রোপাগান্ডা' বিভাগ এবং একটি জ্বালানি মজুত কেন্দ্র।তবে এই বক্তব্য খারিজ করে দিয়ে হুথির সামরিক শাখার মুখপাত্র জানিয়েছেন, সম্পূর্ণ বেসামরিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। হতাহতের সংখ্যা উল্লেখ না করে তিনি আরও বলেন, দুটি সংবাদপত্রের কার্যালয় ইসরায়েলি হামলার শিকার হয়েছে। ওই হামলায় ভবনে থাকা সাংবাদিক এবং নিকটবর্তী পথচারীরা নিহত বা আহত হয়েছেন। গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। দুপক্ষের মধ্যে...