‘কাদামাটি’ এটি কোনো নিছক গল্প নয় বরং সময়, বাস্তবতা এবং মানুষের অভিবাসী জীবনের এক আবেগঘন মহাকাব্য। জীবিকার তাগিদে কিংবা স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায় মানুষ যখন নিজের জন্মভূমি ছেড়ে অন্য মাটিতে পাড়ি জমায় তখন তার চারপাশে হাজারো মানুষের ভিড়েও জন্ম নেয় একাকিত্ব। সে একসময় বুঝতে পারে, যত দূরেই যাক, নিজের শিকড় তাকে ছাড়ে না। তবে আবার সেই শিকড়ে ফিরে যাওয়া হয় না নানা বাস্তবতার কারণে। ‘কাদামাটি’ সেইসব মানুষের গল্প, যারা নতুন পরিবেশে শিকড় গেঁথে নেওয়ার চেষ্টা করেও মনের গভীরে জন্মভূমির টান অনুভব করে প্রতিনিয়ত। নাটকটির সেট ও লাইট ডিজাইন করেছেন পলাশ হেনড্রী সেন, আবহসংগীতে রয়েছেন রামিজ রাজু। পোস্টার ডিজাইন করেছেন সোয়েব হাসনাত মিতুল। প্রক্ষেপণে ছিলেন শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি ও শ্রেয়া সাহা স্বর্ণা। মঞ্চ ব্যবস্থাপনায় আছেন বাহারুল ইসলাম বাহার, ব্যবস্থাপক...