বৃহস্পতিবার দুপুরে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনি চত্বরে এ মানববন্ধন আয়োজন করে বেলকুচি উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন। এতে শ্রমিক-মালিকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী। সভাপতিত্ব করেন মোহাম্মদ আছির উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মাসুদ। এ সময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক শহীদ আমিন, সিরাজগঞ্জ জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনুল হক ও বেলকুচি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম প্রমুখ। বক্তারা বলেন, “মুকুন্দগাঁতী এলাকায় যাত্রী ও শ্রমিকদের সুবিধার্থে জরুরি ভিত্তিতে পরিবহনের জন্য...