কয়েক দিনের দাবদাহের পর সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুরের আগে ও পরে কয়েক দফা বৃষ্টি ভাদ্রের ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি দিয়েছে নগরবাসীকে। বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টি হওয়ার খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া ভালো থাকতে পারে। রোববার বা সোমবারের দিকে তিন-চারদিন বেশি বৃষ্টি হবে।” বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে...