বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত নগরের দিঘিরপাড় এলাকায় ‘শিন ইউয়েন’ পোশাক কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন বলে জানান গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম। পুলিশ ও শ্রমিকরা জানান, অগাস্টের বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, হাজিরা বোনাস বুধবার পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা করেননি। এতে ক্ষুব্ধ হয়ে সকালে দুই শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পরে বকেয়া পাওয়ার আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা। দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা না হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন পোশাক শ্রমিকরা। শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কারখানার...