ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, ‘শিক্ষার্থীরা যেকোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারবে। আমাদের কাজ হচ্ছে সেটি করা। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাপূরণ করাই আমাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুরু করতে চাই। এখানেই জুলাই বিপ্লব শুরু হয় এবং সফলতার সঙ্গে শেষ করতে পেরেছি। মুক্তিকামী ছাত্র-জনতাসহ সবার কাছে দোয়া চাই।’ বৃহস্পতিবার রাজধানীর রায়েরবাজারে জুলাই শহীদ ও একাত্তরের শহীদদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন ডাকসু ভিপি। এর মাধ্যমে নির্বাচনে বিজয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল তাদের কার্যক্রম শুরু করল। তবে ছাত্র সংসদের মূল কাজ দায়িত্ব নেওয়ার পর শুরু হবে বলে জানিয়েছেন তিনি। সাদিক কায়েম বলেন, ‘তারা প্রশ্ন করবে, আমরা কাজ করব। আমাদের যে সময় আছে, আশা করছি সে সময়েরর মধ্যে শহীদ, জুলাইয়ের যে...