এশিয়া কাপে গতকাল ভারত ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচটাকে বোধ হয় একতরফা বললেও কম বলা হবে। আরব আমিরাতে আগে ব্যাটিং করে তুলেছিল ৫৭ রান, যা ২৭ বলেই তাড়া করে ভারত। এমন এক ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কাল আম্পায়ারের সিদ্ধান্তে আউট হলেও প্রতিপক্ষ ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকির বিপক্ষে করা আপিল তুলে নেন সূর্য। ঘটনাটি ঘটে আমিরাতের ইনিংসের ১৩তম ওভারে। পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবের বল ব্যাটে লাগাতে ব্যর্থ হন জুনায়েদ। বল উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে গেলে তিনি স্টাম্পে মারেন। বল যখন স্টাম্পে লাগে সে সময় জুনায়েদ ক্রিজের বাইরে ছিলেন। সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের কাছে গেলে তিনিও বড় পর্দায় আউট ঘোষণা করেন। এরপরও সূর্যকুমার এগিয়ে গিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলে আপিল প্রত্যাহার করে নেন। আসলে...