জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এসময় মাজহারুল ইসলাম বলেন, আমরা দেখতে পেয়েছি ছাত্রদল কেন্দ্র দখলের চেষ্টা করেছে তাজউদ্দিন হলে। ছাত্রদলের ভিপি, এজিএস কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছে, যেখানে সুস্পষ্ট ভাবে বলা আছে কেন্দ্রে কেউ ঢুকতে পারবে না সেখানে তারা ভোট কারচুপি করেছে। আমাদের দল এবং সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা তা প্রতিরোধ করেছি। এটা থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে কেউ কোনো কেন্দ্র দখলের রাজনীতি এখানে করতে পারবে না। ছাত্রলীগের কেন্দ্র দখলের রাজনীতি কেউ আর এই নতুন বাংলাদেশে করতে পারবে না। শিক্ষার্থীরা ভোট দিবে, তারা...