ঢাকা: গণআন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সেনাবাহিনী, প্রেসিডেন্ট ও জেন জি-র তরুণ প্রতিনিধিদের আলোচনায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হিমালয়ান টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সংবাদমাধ্যমটি বলছে, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালে অস্থায়ী সরকারের নেতৃত্ব ঠিক করতে আজ বৈঠকে বসছেন সেনাবাহিনী, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও জেনারেশন-জি’র আন্দোলনের প্রতিনিধিরা।জেন জি আন্দোলনকারীরাদের মতে, তার থেকে স্পষ্ট, তারা এমন একজনকে চাইছে, যার দুর্নীতিমুক্ত ভাবমূর্তি আছে, যিনি বর্তমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত নন এবং যার অভিজ্ঞতা আছে। তাদের মতে, সুশীলা কার্কি এই দিক থেকে উপযুক্ত প্রার্থী।সুশীলা কার্কির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী একসময় নেপালি কংগ্রেসের সাথে যুক্ত থাকলেও সুশীলা কার্কির সাথে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই।তিনি প্রথম জীবনে আইনজীবী ছিলেন, তারপর স্থানীয় স্তরে...