রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি বিশাল ‘ঢাঁই মাছ’। মাছটি বিক্রি হয়েছে এক লাখ আট হাজার ৪৮০ টাকায়। একটি মাছ বিক্রি করেই লাখপতি হয়েছেন ওই জেলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ওই ঢাঁই মাছটি বিক্রি করেছেন দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। জানা যায়, মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে জীবন হালদার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে হরিরামপুর উপজেলা এলাকায় পদ্মা নদীতে মাছ শিকার করছিলেন। তিনি ও তার সঙ্গীরা মাছ ধরার সময় বিশাল আকারের ঢাঁই মাছ তাদের জালে ধরা পড়ে। পরে বিক্রি করতে ওই দিন সকালে মাছটি নিয়ে যান গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনোয়ার হোসেন খানের আড়তে। সেখানে ২২ কেজি ৬০০ গ্রাম ওজন মেপে, কেজি প্রতি চার হাজার ৬০০ টাকায় স্থানীয়...