১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম একের পর এক বৃষ্টির বাধায় দুই ইনিংস মিলে খেলা হলো স্রেফ ১২.৫ ওভার। ম্যাচের ফল বের হতে এটুকুই অবশ্য হয়েছে যথেষ্ঠ। যেখানে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে দক্ষিন আফ্রিকা। কার্ডিফে বুধবার প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ইংলিশদের ১৪ রানে হারিয়েছে প্রোটিয়ারা। বৃষ্টির বাধায় ম্যাচ শুরু হয় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে। ম্যাচ নেমে আসে ৯ ওভারে। তবে ৭.৫ ওভারে যখন দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৯৭, আবার হানা দেয় বৃষ্টি। পরে আর ব্যাটিং করা হয়নি প্রোটিয়াদের। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৯। লুক উডের টানা দুই ওভারে রায়ান রিকেলটন (১ বলে ০) ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে (৪ বলে ২) ফেরান লুক উড। দুটি করে ছক্কা-চারে পাল্টা আক্রমণে ১৪...