১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজ এনেছে মিতসুবিশি মোটরস, যা দেশের অটোমোবাইল এবং ৭ সিটের ফ্যামিলি কারের বাজারে এক মাত্রা যোগ করেছে। সম্পূর্ণ কালো রঙের এই বিশেষ এডিশনের প্রথম ভ্যারিয়েন্ট হিসেবে বাজারে এসেছে এক্সপ্যান্ডার ম্যাট ব্ল্যাক। এর অনন্য ম্যাট ব্ল্যাক ফিনিশ, অত্যাধুনিক ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজ ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক নজর কাড়ছে। নতুন এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজে রয়েছে শক্তিশালী ১.৫ লিটার ডিওএইচসি মাইভেক ইঞ্জিন। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় স্পোর্টি বডি-কিট। নিরাপত্তার দিক দিয়েও এক্সপ্যান্ডার ব্ল্যাক সিরিজে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর ডুয়েল এসআরএস এয়ারব্যাগস, ইবিডি’র সাথে এবিএস, হিল স্টার্ট অ্যাসিস্ট, অ্যাক্টিভ স্টেবিলিটি কন্ট্রোল, রেয়ার পার্কিং সেন্সরস, রেয়ারভিউ ক্যামেরা ইত্যাদি বৈশিষ্ট্যগুলো...