জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেই এই ভোটগ্রহণ হচ্ছে। ভোট দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ লুঙ্গি পরে আসছেন। জাতীয় কবি কাজী নজরুল হলের একজন শিক্ষার্থীকে লুঙ্গি পরে ভোটকেন্দ্রে আসতে দেখা গেছে। তার ভোট দেওয়ার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষার্থী গায়ে টি-শার্ট এবং লুঙ্গি পরে, পায়ে স্পঞ্জের স্যান্ডেল পরিধান করে ভোটকেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোট প্রদান করে বেরিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ওই শিক্ষার্থী গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি এবং তার নাম-পরিচয় জানা যায়নি। এবারের নির্বাচনে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেবেন, যার মধ্যে ছাত্র ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। ভোটের জন্য বিশ্ববিদ্যালয়ের ২১টি...