কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশফাকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ। খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে প্রদান...