ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল হলে রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে কারাগারে থাকার পর জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি আদালতে উপস্থিত প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী নিশ্চিত করেছেন। এর আগে জালালের আইনজীবী রফিকুল ইসলাম (হিমেল) জামিন চেয়ে আদালতে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামি সম্পূর্ণ নির্দোষ। তাকে হয়রানি করতে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। কথিত ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ১৯ সেপ্টেম্বর বিসিএস পরীক্ষা রয়েছে—তিনি পরীক্ষার্থী। যে কোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি।’ রাষ্ট্রপক্ষে ইসরাত জাহান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকা এবং বিসিএস পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রদর্শনের শর্তে জালালের জামিন মঞ্জুর করেন।...