নিজস্ব প্রতিবেদক: টানা তিন দিনের পতনের পর অবশেষে ঘুরে দাঁড়াল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫০ পয়েন্ট, যা বিনিয়োগকারীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইতে সূচক বেড়েছিল ২২ পয়েন্ট। তারপর টানা তিন দিন পতনের ধারায় সূচক কমে যায় ১৬৩ পয়েন্ট। বাজারে চাপা উদ্বেগ তৈরি হলেও আজকের উত্থান বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। লেনদেনের দিক থেকেও বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা, যা ছিল গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সূচক বেড়ে দ্বিগুণের বেশি হলেও আজকের লেনদেন দাঁড়িয়েছে ৭৭৮ কোটি ৩২ লাখ টাকায়। বাজার বিশ্লেষকদের মতে, যদিও লেনদেনের পরিমাণে কম,এটি বিনিয়োগকারীদের সতর্ক কৌশলেরই প্রতিফলন। অর্থাৎ বিনিয়োগকারীরা এখন...