১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম জনবলের অভাবে বিপাকে পড়েছেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিস। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমিতির ৯০ জন কর্মচারি গণছুটিতে যাওয়ায় এমন জনবল সংকটে পড়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ। এ কারণে জোনাল অফিসের আওতাধীন উপজেলা সদরের শিববাটী ও কপিলমুনির সলুয়াস্থ দুটি উপকেন্দ্রের নিরাপত্তা ও স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কিত পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ। নাশকতাসহ উপ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সমিতির পক্ষ থেকে পুলিশি টহল বৃদ্ধি সহ প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার অঞ্জন কুমার সরকার। ছুটির দরখাস্ত জমা দিয়েই সবাই গণছুটিতে চলে গেছে উল্লেখ করে ডিজিএম অঞ্জন কুমার বলেন জোনাল অফিসে মোট ৯৬ জন কর্মকর্তা কর্মচারি...