নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ রবিউল ইসলাম (২৬) হত্যা মামলার দুই আসামিসহ বিভিন্ন অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতের বিভিন্ন সময়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর উপজেলার পাঁচরুখী এলাকায় একটি পুকুর থেকে কাঠের সঙ্গে বাঁধা অবস্থায় পাঁচরুখী বাঘাইভিটা এলাকার রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— রবিউল হত্যা মামলার আসামী সাইফুল (২৮) এবং রিয়াজ মিয়া (৩৫)। তাদের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পৃথক অভিযানে গ্রেপ্তাররা হলেন— মোকাররম (৩৭), আ. করিম ওরফে ফয়সাল (৩০),...