সম্প্রতি ওমেনস ফ্যাশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে নিউইয়র্কে চিত্রনায়ক অমিত হাসানের সঙ্গে একসঙ্গে পারফর্ম করেন মেহা। নাচ-গানে দর্শক মাতিয়ে রাখেন তিনি। তার গানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন ঢাকার নায়ক অমিত হাসান। এ নিয়ে মেহজাবীন মেহা বলেন, প্রথমবারের মতো অমিত হাসান ভাইয়ের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে বেশ ভালো লাগছে। ওমেনস ফ্যাশন আমার নিজের প্রতিষ্ঠান। বিদেশের মাটিতে গানের পাশাপাশি ব্যবসা করি। সবার কাছে দোয়া চাই যেন আমার প্রতিষ্ঠানটি...