গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেছেন, সংগঠনের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে গড়িমসি করছে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নুরের নাক ও মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে। এ কারণে দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি। কিন্তু এ বিষয়ে সরকার কোনো বাস্তব পদক্ষেপ নিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘ঢাকা মেডিকেলে চিকিৎসায় আমরা সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার স্বার্থে বিদেশে নেওয়া প্রয়োজন। কিন্তু সরকার গড়িমসি...