কক্সবাজারের মহেশখালীতে গভীর রাতে পুলিশের টহলগাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এতে এএসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন মহেশখালী থানার এএসআই মো. সেলিম (৪০), কনস্টেবল মোহাম্মদ সোহেল (৪২) এবং মোহাম্মদ মাসুদ (৩৫)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে কালারমার ছড়া-মাতারবাড়ি নতুন সংযোগ সেতুর পূর্বপাশে আফজালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর সংযোগ সড়কের ওই অংশে একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প থেকে বিভিন্ন পণ্য পরিবহনকারী গাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও চাঁদাবাজি করে আসছিল তারা। রাতে এ ধরনের একটি পরিবহন গাড়ি আক্রান্ত হয়েছে খবর পেয়ে টহলরত...