আমাদের প্রাণের শহর ঢাকা। সকাল থেকে রাত পর্যন্ত এই শহর যেন কখনো থেমে থাকে না। ব্যস্ত সড়ক, গাড়ির হর্ন, মানুষজনের ভিড়-সব মিলিয়ে ঢাকা যে একটি জীবন্ত শহর। কিন্তু হঠাৎ দুপুরের আকাশ কালো মেঘে ঢাকা পড়ে, বাতাসে ছড়িয়ে পড়ে আর্দ্রতার হালকা গন্ধ, আর শুরু হয় ঝুম বৃষ্টি-ঢাকার এই মুহূর্তটাই হয় শহরের প্রাণের এক অদ্ভুত বিরাম। ছবি: মাহবুব আলম বৃষ্টি মানেই শুধু জল পড়া নয়। ঢাকার জন্য বৃষ্টি মানেই নগরের ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি, আরেক ধরনের শান্তি। দুপুরের এই ঝুম বৃষ্টিতে শহরের ব্যস্ত মানুষদের চোখে দেখা যায় বিস্ময় এবং আনন্দের মিশ্র প্রতিক্রিয়া। যারা খোলা রাস্তায় ছিলেন, তারা ছাতা খুঁজে বের করার জন্য ব্যস্ত, আবার কেউ কেউ সেই অপ্রত্যাশিত বৃষ্টির ছোঁয়ায় হাসতে লাগেন। ঢাকার রাস্তাঘাট বৃষ্টির সময় যেন নতুন রূপে ফুটে ওঠে। গাড়ির...