যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র ছিলেন।পাশাপাশি ছিলেন কট্টর ইসরায়েলপন্থি। স্থানীয় সময় বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানস্থলের প্রায় দুইশ’ মিটার দূরে থেকে তাকে গুলি করা হয়। খবর বিবিসির। ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র অ্যালেন ট্রিয়ান এক বিবৃতিতে বলেন, প্রায় ২০০ গজ দূরের একটি ভবন থেকে কার্ককে লক্ষ্য করে গুলি চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের এক্স পোস্টে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধ, ক্লাস বাতিল। পুলিশ তদন্ত করছে। অবিলম্বে ক্যাম্পাস ত্যাগ করুন। পুলিশের নির্দেশ অনুসরণ করুন। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ‘এই নৃশংস হত্যাকাণ্ডে শোকার্ত এবং ক্ষুব্ধ’ বলে জানান। তিনি এটিকে ‘যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকার মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার...