জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর। ওই টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে অংশগ্রহণকারী দলগুলো। এবারের আসরের জন্য ভারসাম্যপূর্ণ দল গড়েছে রাজশাহী বিভাগ। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশ্রণ রয়েছে দলটিতে।আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহী বিভাগের অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। এ ছাড়া মারকুটে ব্যাটিংয়ের জন্য খ্যাতি পাওয়া সাব্বির রহমানও আছেন একই দলে।গতি দিয়ে আলোচনায় আসা নাহিদ রানা দলটির পেস বিভাগের অন্যতম তারকা। অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে রাজশাহীতে রয়েছে স্পিনার তাইজুল ইসলাম। নিহাদুজ্জামান, হাবিবুর রহমান সোহানদের মতো ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখগুলো রয়েছেন দলটিতে।এছাড়া, এশিয়া কাপের স্কোয়াডে থাকা তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়রাও আছেন স্ট্যান্ডবাই তালিকায়।সাকিবকে নিয়ে যা বললেন আকাশ চোপড়ারাজশাহী বিভাগের স্কোয়াড :নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সাব্বির রহমান রোমান, মেহেরব...