জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’–এর এই প্রার্থী এ অভিযোগ তোলেন। এরআগে অবশ্য ছাত্রদলের পক্ষে সংবাদ সম্মেলনে নির্বাচনী কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, ছাত্রশিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ছাত্রদল তাজউদ্দিন হলে কেন্দ্র দখলের চেষ্টা করেছে। বঙ্গমাতা হলে মব সৃষ্টির পাশাপাশি সাংবাদিকদের সাথে...