চিকিৎসকরা ঈশ্বরের কাজ করেন, কারণ তারা মানুষকে সেবা দিয়ে বাঁচিয়ে তোলেন—এ মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চেয়ারম্যান বলেন, “আপনারা যারা বিভিন্ন দুর্গম এলাকায় চাকরি করেন এবং মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখেন, আপনাদের অনেক ত্যাগ ও তিতিক্ষা স্বীকার করতে হয়। মনে রাখবেন, আপনারা মহান পেশায় নিয়োজিত রয়েছেন।” বক্তব্যের পর অতিথিবৃন্দের সঙ্গে সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। এরপর তারা নবনির্মিত...