জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাল ভোটের অভিযোগ ঘিরে ১৫ নম্বর ছাত্রী হলে হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী তিনজন শিক্ষার্থী জানান, ছাত্রশিবির সমর্থকরা ওই কেন্দ্রে জাল ভোট দিচ্ছেন, এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান কয়েকজন অনুসারীকে নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। তাঁদের সঙ্গে ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম ও কয়েকজন সাংবাদিকও ছিলেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ১৫ নম্বর হলের ফটকে দায়িত্বে থাকা দুজন কর্মচারীর দাবি, একজন শিক্ষকের সঙ্গে ছাত্রদলের প্রার্থীরা হলে ঢোকেন। আমরা বাধা দিলেও তারা শোনেননি। তবে ১৫ নম্বর হলের প্রাধ্যক্ষ শামীমা সুলতানা বলেন, ভোট দেওয়ার পর আঙুলে ব্যবহার করা কালি দীর্ঘস্থায়ী হচ্ছিল...