জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নারী ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি নারী সাংবাদিকরাও সেসব কেন্দ্রে প্রবেশে বাধা পেয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে বেগম রোকেয়া হল, বেগম ফজিলাতুন নেছা হল, বীরপ্রতীক তারামন বিবি হল, শেখ হাসিনা হল, বেগম সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা হলের কেন্দ্রে নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। নারীদের কয়েকটি কেন্দ্রে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের বাধা দিচ্ছিলেন। দুপুর ১টার পর বীরপ্রতীক তারামন বিবি হল কেন্দ্রে ঢুকতে চাইলে সেখানকার নিরাপত্তাকর্মীরা বাধা দেন। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক জন নারী সাংবাদিককে প্রভোস্টের অনুমতি নিয়ে ঢুকতে দেওয়া হয়। সেখানে ১০ মিনিটের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে সে সময় তার সঙ্গে ছিলেন ওই হলের...