জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনের শহীদ তাজউদ্দীন আহমেদ হলে ভোটগ্রহণ আধা ঘণ্টা বন্ধের পর ফের শুরু হয়েছে। ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান এই কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হলে ভোট বন্ধ থাকে বলে অভিযোগ ভোটারদের। হলের প্রভোস্ট অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, বেলা পৌনে ১২টার দিকে কেন্দ্রে কিছুটা সমস্যা দেখা দিলে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতে নিয়ন্ত্রণে আসলে সোয়া ১২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান এই কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উপস্থিত ভোটার ও অন্য দলের পোলিং এজেন্টরা তাকে বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ভোট কেন্দ্রের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ২১টি হল কেন্দ্রে...